শার্শা প্রতিনিধি: শার্শা থানার পুলিশ রবিবার ভোরে হাড়িখালী নামক স্থান থেকে ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই দিপংকর সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ এলাকা ছাড়া ছিল আবার এলাকায় ফিরে এসে অস্ত্র মাদক ব্যবসা শুরু করে। গ্রেপ্তার সুজনকে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতার হওয়া সুজনের নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply