গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ২কিলোমিটার সড়কের জন্য ৮টি গ্রামের প্রায় ১২ হাজার জনগনের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই ৮টি গ্রামের জনগনের যাতায়াতের একমাত্র বিধ্বস্ত এই সড়কটি সংস্কার বা পূর্ণনির্মান এখন এলাকাবাসির সময়ের দাবি।
জানাগেছে, উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ি থেকে রাজিন্দারপাড় ব্রিজ পর্যন্ত ১ কিলোমিটার সড়কটি গত ৩বছর আগে উপজেলা প্রকৌশল অধিদপ্তর এইচবিবি দ্বারা নির্মান করা হয়। রাজিন্দারপাড় ব্রিজ থেকে বটবাড়ি স্বামীজী নরোত্তম ব্রম্ম্রচারীর আশ্রাম পর্যন্ত ১কিলোমিটার সড়ক গত বছর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এইচবিবি দ্বারা নির্মান করা হয়। কিন্তু কাজের গুনগত মান নিন্মমানের হওয়া ও ভারী বর্ষণের কারণে এই ২কিলোমিটার সড়ক বছর ঘুরতে না ঘুরতেই বিধ্বস্ত হয়ে যায়। বটবাড়ি থেকে মাদারবাড়ি পর্যন্ত এই ২কিলোমিটার সড়ক দিয়ে বটবাড়ি, রাজিন্দারপাড়, মাদারবাড়ি, ভূতুরিয়া, চিচপুকুরিয়া, আটাশিবাড়ি, নারিকেলবাড়ি ও সোনাইলবাড়ি গ্রামের প্রায় ১২ হাজার জনগন যাতায়াত করে। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে বিভিন্ন কাজের জন্য এলাকার বাহিরে যাতায়াতকারী জনগনদের প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হয়। সড়কটি নির্মানের জন্য এলাকাবাসি যথাযথ কর্তৃপক্ষের দপ্তরসহ এলাকার জনপ্রতিনিধের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা জরুরী ভিত্তিতে মাদারবাড়ি থেকে বটবাড়ি স্বামীজী নরোত্তম ব্রম্ম্রচারীর আশ্রাম পর্যন্ত ২কিলোমিটার সড়ক সংস্কার বা পূর্ণনির্মানের দাবি জানিয়েছেন।
রাজিন্দ্রাপাড় গ্রামের মাহফুজুর রহমান বলেন, আমাদের এই এলাকার ৮টি গ্রামের প্রায় ১২ হাজার লোক এই সড়কটি দিয়ে যাতায়াত করে। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে ভ্যান রিক্সাও চলতে পারে না। এর ফলে আমাদের বিভিন্ন সময় নানা ধরণের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় একটি রোগীকে নিয়ে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার প্রয়োজনে হলে তাও নিতে পারিনা। তাই দ্রুততার সাথে সড়কটি পূর্ণনির্মান প্রয়োজন।
বটবাড়ি গ্রামের শিক্ষার্থী গৌতম সরকার ও সজিব সিকদার বলেন, এই এলাকার প্রায় ২শতাধিক শিক্ষার্থী এই সড়কটি দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে তাদের পায়ে হেটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এতে অনেক সময় ব্যয় হয়। আমরা চাই এই সড়কটি কার্পেটিং করা হোক।
বটবাড়ি স্বামীজী নরোত্তম ব্রম্ম্রচারীর আশ্রামের সেবাইত সতীশ বানপ্রস্থ বলেন, আমাদের এই আশ্রামে প্রতি বছর মাঘের দ্বিতীয় শুক্ল সপ্তমী তিথিতে মহোৎসব হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘঠে । এসব ভক্তবৃন্দের এই সড়কটি দিয়ে আশ্রামে আসতে হয়। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে আগত ভক্তদের সমস্যায় পড়তে হয়।
রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, মাদারবাড়ি থেকে বটবাড়ি স্বামীজী নরোত্তম ব্রম্ম্রচারীর আশ্রাম পর্যন্ত সড়কটি আমার ইউনিয়নের একটি গুরুপÍপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে অনেক লোক যাতায়াত করে। সড়কটি সংস্কার বা পূর্ণনির্মানের অভাবে দিন দিন জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আমি এই সড়কটি কার্পেটিং এর জন্য ইতোমধ্যে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি।
উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী বলেন, এই সড়কটি কার্পেটিংয়ের জন্য কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উন্নয়ন প্রকল্পে দেওয়া হয়েছে। আশা করি শীঘ্রই টেন্ডার হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply