,,,, খেয়া,,,,
,,, মিঠুন বিশ্বাস,,,
আমি যাবো ভাই,যাবো তোমার খেয়ায়
কানা কড়ি নেইকো আমার
যদি দয়া করে পার করো মোরে।
যা কিছু ছিলো সম্পদ
রেখে এসেছি সজনের লাগি,
সাথে আনিনিকো এক কানা কড়ি
পার হতে হবে বুঝিনিকো আগে।
বলি ও মাঝি ভাই, যদি দয়া হয়
এবারের মতো করে দাউ পার,
মাঝি ভাই শুধাইলো মোরে
এখানে নাহি কোন দয়া, মায়া চলে।
হেতায় কেহ কারো নয়কো আপন
কেহ কারো নয় প্রিয়জন,
শুধু হেতায় অবলম্বন চাই
যাহাতে তোমার মুক্তি মেলে।।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply