স্টাফ বিপোর্টার, গোপালগঞ্জঃ– ‘একের রক্ত,অন্যের জীবন,রক্তই হোক আত্মার বাঁধন’ এই ম্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার আয়োজনে ও মুনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত হয়েছে।
সোমবার কোটালীপাড়া থানা ভবন হলরুমে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন।
মুনা জেনারেল হাসপাতালের পরিচালক গৌরাঙ্গ লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার মো: মোশারেফ হোসেন, সাংবাদিক মেহেদী হাসানাত, মুনাজেনারেল হাসপাতালের পরিচালক মন্টু বাইন বক্তব্য রাখেন। ৩ ঘন্টা ব্যাপী চলা বিনামূল্যে এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পে ২শতাধিক গ্রাম পুলিশসহ বিভিন্ন ব্যক্তির গ্রুপ নির্ণয় করা হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply