বিটিভি দেখে আপনার পরিচিত এমন কোন এমপি /মন্ত্রী/ জনপ্রতিনিধি /আমলা/ কর্তা /ব্যক্তি /এমন কি গ্রামের মেম্বার চৌকিদার এমন কেউ আছেন?
মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব?
কেবিনেট সচিব?
এনারাও কি দেখেন?
বিটিভির মহাপরিচালক কি দেখেন?
তিন বাহিনীর প্রধান /পুলিশের আইজিপি মহোদয় /বিজিবির প্রধান এনারা ও কি দেখেন না?
আমার ব্যক্তিগত মতামত কেউই দেখেন না।
একদিন সারাদিন এই মহান মানুষ গুলোকে যদি বিটিভির অনুষ্ঠান দেখানো যেতো তাহলে তাদের সকলের সুবুদ্ধির উদয় হতো।
আর আফসোস করতেন আহারে গ্রামের সাধারণ মানুষেরা কত কষ্টে পেয়েছেরে!
গত ১১ বছরে বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের এলাকায় গহীন অরণ্যে ও কোন না কোন পরিবর্তন হয়েছে,
এমন অনেক জায়গায় যেখানে সৌর বিদ্যুতের সংযোগ দিয়ে অন্ধকার কে আলোকিত করা হয়েছে।
কিন্তু বিটিভি এমন এক অপরিবর্তনীয় বস্তু যার আজওপরিবর্তন সাধিত হয়নি।
বাংলাদেশের তিনটি জায়গার অবস্থা খুব খারাপ।
এক –সরকারি হাসপাতাল।
দুই -সরকারি /আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
তিন- বিটিভি।
এর মূল কারন –বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যারা সবচেয়ে উপরের সারিতে তারা কেউ সরকারি হাসপাতালে সেবা নেন না!হয় বিদেশে না হয় ব্যয়বহুল বাণিজ্যিক প্রতিষ্ঠানে।
বড় বড় কোন কর্তা ব্যক্তিরা সাধারন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানদের পড়াশোনা করান না! হয় বিদেশে না হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।এ লেভেল ও লেভেলে।
এনারা কেউই বিটিভি দেখেন না।
সুতরাং যারা রাষ্ট্র পরিচালনায় জড়িত তারাই যদি এই সব জায়গায় উপস্থিতি না হন সুখ দুঃখের কথা না জানেন তাহলে সমস্যার সমাধান হবে?
কোনদিন না।
এরপর ও আমরা আমাদের নেতাদের, কর্তাদের নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিবো। তাদের প্রসংশায় ভাসিয়ে দিবো।
যেদিন এই দেশের জনগণ নেতা ও আমলাদের সামনাসামনি বলতে শিখবে আপনার চিকিৎসা কেন বিদেশে হবে?
আপনার সন্তান কেন বিদেশে পড়বে?
আপনাদের চোখ কেন বিদেশি চ্যানেলে হবে?
ওকে করুন দেখুন যান তবে আমাদের গুলোর মান বিশ্বমানের করেন।
পরিবর্তন এমনি এমনি হয় না এর জন্য সংগ্রাম করতে হয় যেমন করছিলেন বঙ্গবন্ধু।
এদেশের জনগণ কি কোনদিন পারবে সামনাসামনি বুক ফুলিয়ে কথা বলতে?
যদি কোনদিন পারে ইনশাআল্লাহ সেদিন ই হবে নতুন সূর্য উদয়ের দিন।
লেখক : শাহারিয়া নাজিম শাওন ( ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply