গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:-
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উন্নয়ন প্রকল্প প্রণায়নের নিমিত্তে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিইডি সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডি খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল সালাম মন্ডল, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশাসন) ড. আলমগীর হোসেন, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী বক্তব্য রাখেন।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। এ ছাড়াও কর্মশালাটিতে এলজিইডির ২০টি প্রকল্পের প্রকল্প পরিচালকগন উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, কোটালীপাড়া উপজেলায় এলজিইডির অনেক রাস্তাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এগুলো সংস্কার ও পূর্ণনির্মান প্রয়োজন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply