গোপালগঞ্জ প্রতিনিধিঃ- একটি মালসায় এক কেজি দই বলে বিক্রি করা হচ্ছে। অথচ মালসাটি বাদ দিলে একজন ক্রেতা এক কেজি দইয়ের বদলে পাচ্ছেন মাত্র ৮’শ থেকে ৯’শ গ্রাম দই।
আর এভাবে ক্রেতাকে ঠকানোর দায়ে মেসার্স বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মূল্য তালিকা না থাকায় আরো ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
শামীম হাসান জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার পাটগাতী বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বজারের মেসার্স বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে দইয়ের ওজনে কারচুপির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই বাজরের মেসার্স আবু বক্কর বাণিজ্য ভাণ্ডার, মেসার্স খান বাণিজ্য ভাণ্ডার ও মেসার্স জান্নাতী স্টোরে মূল্য তালিকা না থাকার অভিযোগে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারন সম্পাদক মো: মোজাহারুল হক বাবলুসহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply