নিজস্ব প্রতিবেদকঃ- ডেল্টা প্ল্যানের আওতায় দেশের ৬৪ জেলায় অবস্থিত ছোট নদী ও খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি ও দ্বিতীয় পর্যায়ের প্রস্তাবনা নিয়ে এক ভিডিও ‘কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় “পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ঢাকা বিভাগের আওতায় বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলমান ও প্রস্তাবিত প্রকল্পের খোঁজখবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী শহিদুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ গোপালগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply