হারান মিত্র, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ সম্প্রতি নানা সমস্যায় জর্জরিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস। সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে সে জন্য গুরুত্ব পূর্ণ কাগজপত্র ক্ষতির আশংকাসহ অফিস পরিচালনা কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা পরিষদ সৃষ্টি কালেই ভবনটি নীর্মাণ হওয়ায় অফিস ভবনের ভিতরের ছাদ থেকে প্রায়ই প্লাষ্টার খসে পড়ে এতে যে কোন মুহুর্তে ঘটতে পারে মারাত্বক দুর্ঘটনা। জানালা দরজা ভাঙ্গা একটু ঝড়ো-হাওয়া না বইতেই ভিতরে বৃষ্টি র পানি প্রবেশ করে। পানির পাইবের বিভিন্ন স্থান দিয়ে টপটপ করে পানি পড়ে। স্যানেট্যারীর অবস্থা খুবই নাজুক। ফ্লোরের প্লাষ্টার ফেঁটে ফেঁটে খন্ড খন্ড হয়ে আছে। এজলাসের কাঠগুলি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। বৈদ্যুতিক লাইন প্রায় অকেজো। ক্লোসাবল লোহার গেট না থাকায় অফিসের গুরত্বপূর্ণ মাল জিনিষের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার সর্মিলা আহমেদ স্বম্পা বলেন, অফিস ভবন মেরামত ও সংষ্কার প্রসঙ্গে স্বারক নং-২৬৯ এর মাধ্যেমে নির্বাহী প্রকৌশলী ফরিদপুর গণপূর্ত বিভাগে গত ১৭-১২-১৮ ইং তারিখে একটি পত্রালাপ করা হয় উক্ত বিভাগের স্বারক নং-২৫.৩৬.৩০.২৯.০০০০.১২৪.০৮-১৯-৬৫০ তারিখঃ-১০-০৩-২০১৯ ইং একই বিভাগের নির্বাহী প্রকোশলী মুহাম্মদ হাফিজুল ইসলাম অফিস ভবন বিশেষ মেরামত কাজ (অর্থ বৎসর ২০১৮-২০১৯) প্রক্কালিত মূল্য টাকাঃ ২২,৯৭,৪৫১/৭৫ মাত্র। নির্ধারণ করে নিজ স্বাক্ষরিত ৫কপি প্রাক্কালনসহ একটি আবেদন পত্র জেলা সাবরেজিষ্ট্রার বরাবর প্রেরণ করেন। তার আলোকে সূত্রঃ গণপূর্ত বিভাগ ফরিদপুর এর স্বারক নংÑ২৫.৩৬.৩০.২৯.০০০০.১৪২.০৮-১৯-৬৫০ তারিখঃ-১০/০৩/২০১৯ খিঃ উক্ত পত্রের আলোকে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুল মালেক স্বাক্ষরিত স্বারক নং-২০৬ তারিখঃ-২৫-০৪-২০১৯ ইং সকল কপি সংযুক্ত করে জেলা রেজিষ্টার মহা-পরিদর্শক,নিবন্ধন বাংলাদেশ ঢাকা বরাবর পাঠিয়েছেন। তিনি আরো বলেন উল্লেখিত অর্থ জরুরী না পাওয়া গেলে অফিস ষ্টাফসহ সেবা নিতে আসা ব্যাক্তিদের চরম আতঙ্কে ভবনে প্রবেশ করতে হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply