সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ‘নিজের বলার মত একটা গল্প’ গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের অন্যতম পরামর্শক জনাব ইকবাল বাহার জাহিদ এর অনুপ্রেরণায় একদল মেধাবী তরুণ তরুণী সোনার হরিণ নামক চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। তাদের একটাই চিন্তাধারা “স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সাফল্য আসবেই” এই স্লোগানকে সামনে নিয়ে তারা এগিয়ে চলেছে এবং অনেকেই সাফল্য পেয়েছে।
মিটিংয়ে গ্রুপের কোর ভলান্টিয়ার এবং মডারেটর রুবেল আহমেদ বলেন, নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সাতক্ষীরার অবহেলিত মানুষদের আমরা কাজ করতে চাই।
গ্রুপের সিনিয়র সদস্য আব্দুর সবুর বলেন, সাতক্ষীরা সহ সারা দেশের তরুণ তরুণীরা যেভাবে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে তারা একদিন সফলতা অর্জন করবেই। তিনি আরো বলেন, গ্রুপের পক্ষ থেকে সাতক্ষীরা জেলায় সামাজিক কাজ করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এম্বাসেডর সোহাগ আরাফাত, সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাম্পাস এম্বাসেডর আজমির হোসেন, খুলনা বিএল কলেজের ক্যাম্পাস এম্বাসেডর ফিরোজ শাহ, জিয়াউর রহমান, শামীম ফেরদৌস, জাফর হোসেন, হাবিবুল্লাহ সাদিক, মাহবুব, সুমন, হাফিজুর, মাসুম বিল্লাহ, আবুল কালাম আজাদ, রবিউল, নন্দিনী প্রমুখ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply