গোপালগঞ্জ প্রতিনিধিঃ- জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শুক্রবার সকাল সোয়া এগারোটার দিকে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ। এসময় তার সাথে ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতি: সচিব ও মহাপরিচালক রওনক মাহামুদ,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অতি: সচিব ও মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কাওসার আহমেদ,টুঙ্গিপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভুমি) শ্যামল সি বসাক,গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান,গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শরীফ মোমরেজ আলী প্রমুখ। শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দুপুরে গোপালগঞ্জের ঘোনপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন ইনষ্টিটিউটের কনফারেন্স রুমে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো: মোরাদ হোসেন মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ। মতবিনিময় সভার প্রতিপাদ্য বিষয় ছিল -“কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষন”।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply