গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ৪ জন ষ্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স বাতিল করেছেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে নবায়ন না করায় জেলা প্রশাসক ঐ ৪ জনের লাইসেন্স বাতিল করে দিয়েছেন (স্মারক নং-৩১.৩০.৩৫০০.০১৬.১১.০০৬.১২)।
ষ্ট্যাম্প আইন ১৯৯৯ এর ২ নং আইন অনুসারে ষ্ট্যাম্প বিক্রয়ের লাইসেন্সপত্রের ১০ নং শর্ত মোতাবেক গোপালগঞ্জের ভেড়ারহাটের মৃত ওহাব কাজীর ছেলে কাজী মাহাবুব হোসেন ( লাইসেন্স নং-১/২০০৫-০৬) ও হরিদাসপুরের তৈয়াবুর রহমানের ছেলে তারিকুল ইসলাম ( লাইসেন্স নং-৭/২০১১-১২) পর পর তিন বছর এবং পূর্ব থানাপাড়া এলাকার মৃত যতীন্দ্রনাথ মজুমদারের ছেলে শৈলেন্দ্রনাথ মজুমদার ( লাইসেন্স নং-৪/২০১০-১১) ও সোনাকুঁড় এলাকার মোল্ল্যা ফারুক আহমদের ছেলে অমিত হাসান ( লাইসেন্স নং-১১/২০১৭-১৮) পর পর দুই বছর নবায়ন না করায় লাইসেন্স বাতিল করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply