কাশিয়ানী প্রতিনিধিঃ- ইভটিজিংকারিদের হাতে এক বাউল শিল্পী গুরুত্বর ভাবে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে গত মঙ্গলবার বিকালে।
জানাগেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দইসরা গ্রামের ওমর শেখের ছেলে মোঃ সালমান শেখ (২৩) ও তার বন্ধুরা ১০/১২ দিন পূর্বে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের শরিফুল মরিয়ম উচ্চ বিদ্যালয়ের ছাত্রিদের রাস্তায় উত্যাক্ত করে। সাতাশিয়া গ্রামের জাফর আলী মোল্যার ছেলে বাউল শিল্পী মোঃ রাফসান ইসলাম (চ্যানেল আই সেরা কণ্ঠের সপ্তম শিল্পী-২০১৪) উত্যাক্তকারীদের বাধা দেয়। ইভটিজিংকারিরা গত মঙ্গলবার বিকালে রাফসান বাউলকে একা পেয়ে উপজেলার ডোমরাকান্দি দইসারা মোড়ে বেদড়ক ভাবে মারধর করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাফসান বাউল দইসারা গ্রামের ওমর শেখের ছেলে মোঃ সালমান (২৩) সহ ১০/১২ জনকে অভিযুক্ত করে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেছে।
অভিযোগের তদন্তকারি অফিসার রিপন চন্দ্র সরকার বলেন,ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিুজুর রহমান অভিযোগের কথা স্বীকার করে বলেন তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply