হারান মিত্র (আলফাডাঙ্গা) ফরিদপুর, প্রতিনিধি:- ফরিদপুরের আলফাডাঙ্গায় ১ নং বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার রাতে চুরি হয়েছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা বেগম বলেন, গত শনিবার ছুটির পর স্কুলের সকল কক্ষের দরজা জানালা বন্ধ করে তালা দেয়া হয়। রবিবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই এবং ভেতরে প্রবেশ করে দেখি আলমারির তালা ভাঙা এবং কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। এ সময় অজ্ঞাত চোরেরা একটি প্রজেক্টর, একটি কম্পিউটার, অফিসের মূল্যবান কাগজপত্রসহ পরীক্ষার ফি বাবদ জমানো টাকা চুরি করে নিয়ে যায়। বিষয়টি ধারনাই করতে পারছিনা কারা এ কাজ করলো তবে সব মিলিয়য়ে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply