নিজস্ব প্রতিবেদক: ‘ঔষধ ক্রয়/বিক্রয় ইনভয়েস, ক্যাশ মেমোর মাধ্যমে করি, নকল, ভেজাল ও মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ প্রতিরোধ করি’ স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যবহার বিষয়ক জন সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে দয়ারামপুর বকুল কনভেনশন সেন্টারে ঔষধ প্রশাসন নাটোর ও বি.সি.ডি.এস বাগাতিপাড়া উপজেলা শাখা’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বি.সি.ডি.এস বাগাতিপাড়া উপজেলা শাখা’র সভাপতি আনছার আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথি ছিলেন নাটোর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম, বি.সি.ডি.এস নাটোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, ফারিয়া বাগাতিপাড়া শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ