আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুই মাধ্যমিক স্কুলের দুই শিক্ষকের মধ্যে দীর্ঘদিন পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল।
গত ৮ সেপ্টেম্বর আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনিস্টিটিউট এর কম্পিটার বিষয়ের শিক্ষক, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের পশ্চিম চরনারানদিয়া গ্রামের সুফিয়ার রহমানের ছেলে, শফিকুল আলম তুহিন ও উপজেলা বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক, মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামের সলেমান মোল্যার মেয়ে মনিরা আইরিন।
জানা যায় দীর্ঘদিন দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল, এরই সুত্র ধরে গত ৮ সেপ্টেম্বর দুই শিক্ষক তাদের অনৈতিক প্রেমকে প্রতিষ্ঠিত করতে গোপনে পাড়ি জমান অজানায়।
কয়েকজন শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা করলেও মেয়ের পিতা সম্পূর্ণ ঘটনা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কায়েচ সরদার বলেন,আমার স্কুলের ওই শিক্ষক শারীরিক অসুস্থ্যতার কথা বলে ছুটি নিয়েছেন, বিষয়টি জানতে পারছি তবে তার মোবাইল ফোন বর্তমানে বন্ধ আছে। পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনিস্টিটিউট এর প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের বলেন,তাদের দুইজনের অনেক আগেই বিবাহ হয়েছে।বিষয়টি নিয়ে সর্ব মহলে নিন্দার ঝড় বইছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply