গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের উরফি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী গতকাল সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ের মধ্যে বেধড়ক পিটিয়েছেন গ্রাম পুলিশ সদস্য মাজেদ মোল্লাকে।
মাজেদ মোল্লা (৫৫) মঙ্গলবার সকালে জানিয়েছেন এ ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী উরফি ইউনিয়ন কার্যালয়ে হঠাৎ করে আমাকে আক্রমন করেন । চেয়ারম্যান আমাকে কিলঘুষি মারেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন। তিনি আমার ঠোট কামড়ে ধরেন উত্তেজিত হয়ে। আমার তিনচারটি দাত নড়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান ইকবাল গাজী বলেন গ্রাম পুলিশ সদস্য মাজেদ মোল্লা নিয়মিত দায়িত্ব পালন করেন না। তিনি সবসময় আমার সাথে বেয়াদবী করেন। ইতিপূর্বে ঐ গ্রাম পুলিশ সদস্য গোপালগঞ্জের এসি ল্যান্ডের সাথেও বেয়াদবী করেছেন। এরকম গ্রাম পুলিশ সদস্য দিয়ে ইউনিয়ন পরিষদের কাজ চালানো দুরহ ব্যাপার বলেও চেয়ারম্যান মন্তব্য করেছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply