আলফাডাঙ্গায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারান মিত্র( আলফাডাঙ্গা) ফরিদপুর, প্রতিনিধি :ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন দক্ষিণ কুসুমদি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয় । খেলায় দক্ষিণ কুসুমদি ফুলবল একাদশ বনাম নোয়াপাড়া ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয় ।
খেলায় নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে ৪-২ গোলে নোয়াপাড়া ফুটবল একাদশ দক্ষিণ কুসুমদি একাদশ কে পরাজিত করেন । ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর এই খেলাটি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, মিরপুর থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ঢাকা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী এড. শেখ জামাল হোসেন মুন্না’র সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাভাঙ্গা পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, এড. শেখ জামাল হোসেন মুন্না, এলজিইডি’র অডিট অফিসার শেখ গোলাম রসূল , আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত হোসেন, পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান মিজানুর, পৌর প্যানেল মেয়র ও কাউন্সিল মোঃ আজিজুল তালুকদার সহ সাংবাদিক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও শত শত ক্রীড়ামোদি দর্শক উক্ত খেলা উপভোগ করেন ।
খেলা পরিচালনা করেন মোঃ বারু । খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply