প্রতিনিধি, হারান মিত্র:- গত কাল ১১ সেপ্টেম্বর রাত্রে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউপি’র বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজী’র ছেলে রিপন কাজী কে, কে বা কাহারা বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামে, তালতলা নামক স্থানে গলা কেটে হত্যা করা হয়েছে । এ বিষয়ে বোয়ালমারী থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, রিপন কাজী’র নামে মাদক,অস্ত্র,চুরি, ডাকাতি,সহ আদালতে ১৪ টি মামলার রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বোয়ালমারী থানায় নিয়ে আসা হয়েছে মর্গে পাঠানো হবে। সে ১ স্ত্রী ২ পুত্র ও ১ কন্যার রয়েছে। রিপন কাজী’র হত্যাকান্ডে এলাকায় চান্চল্যকর পরিস্থিতি’র সৃষ্টি হয়েছে। লাশ দেখতে জনতা’র উপছে পড়া ভিড় জমেছে ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply