গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জঃ- শিশুদের পড়ার আগ্রহ সৃষ্টি ও পড়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির পক্ষ থেকে বিনামূল্যে বই ও আলমারি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার কোটালীপাড়া এপি অফিস প্রাঙ্গনে সংস্থাটির আনলক লিটারেসী প্রোগ্রামের আওতায় এ বই ও আলমারি বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৫টি বিদ্যালয়ের মাঝে ৫টি আলমারি ও ১৯৫টি বই বিতরণ করেন।
কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই ও আলমারি বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণকান্ত সরকার ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
সিলভিয়া ডেইজী বলেন, শিশুদের লেখা ও পড়ার মানষিকতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৫টি বিদ্যালয়ে আমাদের পরিচালিত পাঠাগারে আলমারি ও বই বিতরণ করেছি।প্রতিটি বিদ্যালয়ে আমরা একটি করে আলমারি ও ৩৯টি করে বই দিয়েছি।শিশুরা যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে তার উপরে বই রয়েছে।এ ছাড়াও বিভিন্ন ধরনের গল্প এবং ছড়ার বই আমাদের এই পাঠাগারে রয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply