হারান মিত্র, আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি : দীর্ঘদিন পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়নের সনামধন্য শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার অভিভাবক সদস্যদের নমিনেশন ফরম সংগ্রহের শেষ তারিখ ছিল। সে মোতাবেক গত ২৯ আগষ্ট সদস্য ফরম কিনলেন যারাঃ- দুইটি প্যানেলে, একটি বর্তমান সভাপতি কাজী শাহাজাহান হোসেন গ্রুপে কাজী প্যানেল অপরটি এন্টি কাজী প্যানেল । কাজী প্যানেলে সদস্য ফরম কিনলেন যারাঃ ১. মুকুল শেখ ২. মোঃ মাসুদ শেখ ৩.জাহিদুর রহমান ৪. আরবী আক্তার (মহিলা সদস্য ) অপর প্যানেল ১. লিয়াকত হোসেন ২. মোঃ হান্নান শেখ ( মাস্টার ) ৩. ইছানুর রহমান খান ৪. হান্নান আলী মীর। ৫. জোছনা বেগম ( মহিলা সদস্য ) দুইটি প্যানেলে নির্বাচনে অংশগ্রহন কারীদের মধ্যে যথা নিয়মে গত ২ সেপ্টেম্বর যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর যথা নিয়মে নির্বাচনী নীতিমালা অনুসারে নির্বাচন সম্পূর্ণ হবে।এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, এ নির্বাচন বিধি মোতাবেকই হবে যারা শিক্ষার্থী অবিভাবকদের মন জয় করতে পারবে তারাই অবিভাবক ও ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত করবেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply