হারান মিত্র,আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ – সুদক্ষ ইউএনও মোঃ আনিসুর রহমান গত ০৫/০৯/২০১৯ ইং ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের সাথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে যোগদান পত্র জমা দিয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
তিনি এ অফিস কে ঘুষ, দূর্ণীতি ও দালাল মুক্ত অফিসে পরিনত করবেন বলে জানান।
অফিসের সকল কর্মকর্তা /কর্মচারীকে কঠোর নজরদারীতে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পূরানো বদনাম ঘুচিয়ে অফিসের এই দীর্ঘদিনের পদ শুন্যতায় কর্মকান্ডের ঘাটতি পূরন করেই ভালো কাজের মাধ্যমে অফিসকে মডেল অফিসে পরিনত করবেন।
অত্র অফিস এরিয়ার সেবা বনঞ্চিতদের সঠিক ভাবে সেবা দিয়ে জেলা সর্বশ্রেষ্ট ইউএনও হতে চান।
কোন রকম দালাল ছাড়াই সর্বসাধারনের সাথে কথা বলে নিজেই জটিল ও কঠিন কাজ কর্মের সমাধান দিবেন বলে জানান।
এক কথায় এদেশের ভালো মানুষগুলির মধ্যে তিনি ও একজন।
আলফাডাঙ্গার বিশ্বাসী মানুষ গুলি বিস্বস্ত একজন সাদা মনের অফিসার পেয়ে গর্বিত হয়েছেন বলে একাধিক ব্যক্তি জানান।
তিনি ৩১ তম বিসিএস এ উত্তির্ণ হয়ে এ কর্মে নিয়োজিত আছেন।
পূর্বে নারায়ণ গঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় এসিল্যান্ড হিসেবে নিয়োজিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply