নিজস্ব প্রতিনিধিঃ |
ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা আওয়ামী যুবলীগের সদস্য কামরুজ্জামান কদরের বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ পৌর কমিশনার হারুন অর রশীদ ও সারেকুল হাসান নয়ন পক্ষীয় লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়াইচ এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন যুবলীগ নেতা কদর।
এ বিষয়ে হারুন অর রশিদ ঘটনা অস্বীকার করে বলেন, তারা আরো আমাদের লোকজনের ওপর হামলা করছে। আমাদের লোকজন বর্তমান হাসপাতালে ভর্তি রয়েছে।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, “একটি অভিযোগ পেয়েছি।ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply