কত পুড়বে পুরান ঢাকা?
রিয়াজ মুস্তাফিজ
নিমতলির আগুন না নিভতেই আবার পুড়ে কয়লা হলো চকবাজার। পুড়ে পুড়ে অঙ্গার হওয়া লাশের মিছিল বেড়েই চলেছে।
পুরান ঢাকা থেকে কেমিকেল ফ্যাক্টরী সরাতেই হবে। ঘিঞ্জি পরিবেশে আরো সতর্ক হতে হবে এ সব এলাকার বাসিন্দাদের।
টিভি টক শো অনেক হবে, নিউজে নিউজে ভরে যাবে খবরের কাগজ, নিউজ রুমের কর্মীরা তটস্থ থাকবে খবরেরর আপডেট দিতে।
সরকারী বেসরকারী অনুদান পাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, পরিবার বা ব্যক্তি। কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় আলোচনায় থাকবে চকবাজারের চুড়িহাট্টির অগ্নিতান্ডব। এরপর সবাই ভূলে যাবে আগুনের তান্ডবের পোড়া দাগ।
ভূলবেনা শুধু তারা। যাদের কলিজা ছিদ্র করে পুড়ে অঙ্গার হয়ে মৃত্যুকে মেনে নিয়েছে পরিবারের প্রিয়জন।
হয়তো একমাত্র উপার্জনকারী সদস্য ছিল মৃত ব্যাক্তি।
মেডিকেলে কিছু লাশ সনাক্ত করতে পারছেন না ডাক্তারা। হয়তো বেওয়ারিশ হয়েই কবরে যাবে অনেকেই।
সান্তনা?
কে কাকে দেবে?
সরকার থেকে বার বার বলার পরেও সরানো হয়নি কেমিকেলের গোডাউন। নিমতলির ঘটনা আমাদের শিখাতে পারেনি। হয়তো চকবাজারও পারবেনা।
যাদের প্রিয়জন গেছে, তাদের শিক্ষাটা আজীবন বয়েই বেড়াতে হবে বুকের কোণে তাজা দগদগে ঘা নিয়ে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply