পরশ উজিরঃ- একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কাশিয়ানীতে প্রতি বছরের ন্যায় আয়োজিত ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ‘খায়েরহাট যুব সংঘ নামের একটি সংগঠন’।
বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়রি) রাত আটটায় কাশিয়ানী উপজেলার খায়েরহাট ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মোঃ সাইফুল ইসলাম (পিকুল)।
এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মোঃ টিটুল আহম্মেদ, কাশিয়ানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ (সমীর) ও পাবেল শেখসহ স্থানীয় গণ্যমান্যরা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply