নীহার আহমেদের কথায় অগোছালো আসিফ আকবর
রিয়াজ মুস্তাফিজ: অগোছালো অাসিফ আকবরকে কথার মায়াজালে এবার গুছিয়েছেন গীতিকবি নীহার আহমেদ।
সম্প্রতি গানটির মিউজিক্যাল ফিল্মের শ্যুটের কাজ শেষ হয়েছে উত্তরার শুটিং হাউজ দোলনচাঁপায়।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। মিউজিক্যাল ফিল্মটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়াহিদ বিন চৌধুরী।
কন্ঠের পাশাপাশি মিউজিক্যাল ফিল্মের গল্পেও দেখা যাবে আসিফ আকবরকে। সাথে রয়েছেন লিফসি ও শিশুশিল্পী নিভৃতি।
রোদ্দুর এন্টারটেইনমেন্টের এর ব্যানারে নির্মিত গানটি এ সপ্তাহেই বাজারে আসবে বলে কালের চাকাকে জানান গীতিকার নীহার আহমেদ।
“অগোছালো” নিয়ে গীতিকবি নীহার আহমেদ বলেন- “গান লিখতেছি অনেকদিন ধ’রে কিন্তু একান্তই মন থেকে ভালো লাগার লিরিক চাইলেও বাণিজ্যিক কারণে শিল্পীদের দিয়ে গাওয়াতে পারি না কখনো কখনো। বাধ্য হয়ে ফরমায়শী লিরিক লিখতে হয় কোম্পানি গুলোর স্বার্থে। তবে,এই লিরিকটি ব্যতিক্রম। কথা ও ভাবনায় ভিন্নতার পাশাপাশি উঁচু মানের কাব্য ও উপমা ব্যবহার করতে চেষ্টা করেছি। আসিফ ভাইয়ের সাপোর্ট থাকায় গানটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
আসিফ আকবর বলেন- “অগোছালো গানটির লিরিক অতিমাত্রায় স্ট্যান্ডার্ড। নীহার আহমেদ বরাবরই ভালো লিখেন,আমি তাঁকে বলি বৈজ্ঞানিক গীতিকার। শব্দ প্রয়োগ ও ভাবনায় সবসময়ই তাঁর গানগুলোতে ভিন্নতা থাকবেই। যেমনটি রয়েছে এই গানেও। বানিজ্যিকতার পাশাপাশি শক্ত ও উঁচু মাপের লিরিকেও কখনো কখনো গান গাইতে হয়। নীহার আহমেদ তাঁর “হাহাকার” এবং “অগোছালো” গান দিয়ে নিজের জাতকে চেনালেন। আসলেই প্রজন্মের শক্তিশালী গীতিকবি সে।
উল্লেখ্য,গানটি প্রযোজনা করেছেন রেজাউল হক রেজা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply