হারান মিত্র আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়ীর হাট বাজারে উপসহকারী কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন হাজার হাজার অসুস্থ্য রুগীদের সেবা বন্ধ হয়ে ক্লিনিকটি বর্তমানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
অত্র এলাকার ৪০ থেকে ৫০ হাজার সাধারন জনগনের একমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্র এই ক্লিনিক। যেখানে দীর্ঘদিন নাই চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত ডাক্তার জালাল উদ্দীনের যোগদানের পর এলাকার অসুস্থ্য রুগীরা প্রতিনিয়ত সেবা পেতেন নির্বিঘ্নে। ডাক্তারের
দীর্ঘদিনের কর্মস্থান বদলী জনিত কারনে ২০১৬ সালে নারায়নগঞ্জে চলে যান। স্বাস্থ্য সেবিকার একটি মাত্র পদ রয়েছেন এছাড়া একজন ঝাড়ুদার।গত ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত উপসহকারী সেবাদান কারী ডাক্তার জালাল উদ্দীন বদলী হবার পর একজন সেবাদান কারী স্বাস্থ্য সেবিকা ইচ্ছা স্বাধীন মত কয়েকদিন পর পর ক্লিনিকে আসতেন। ওই স্বাস্থ্য সেবিকার বদলী জনিত কারনে বর্তমানে ওই পদটিও শুন্য রয়েছে। এ সকল শুন্য পদ কবে হবে পূর্ণ বলে সেবা বঞ্চিতদের আক্ষেপ। এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন বলেন, অনেক দিন পূর্বেই শুন্য পদ গুলো পূরণ করার লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবগত করেছি, দ্রুতই সমস্যার সমাধান হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply