মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের হাস্যউজ্জল সকলের প্রিয় ব্যক্তি অলিয়ার রহমান মোল্লা নিজের যোগানো শেষ সম্বল দুই লক্ষ টাকা ব্যায়ে নাক, চোখ ও কপাল অপারেশন করিয়েছেন। পূনরায় আবার তাকে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হবে। যার ব্যায় বহন করা অসহায় পরিবার টির পক্ষে খুবই কষ্ট কর। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ্য জীবনে সকলের মাঝে বেঁচে থাকতে চান। আসুন সকলে এই অসহায় পরিবার এর পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যদি কোন সুহ্নদয়বান ব্যক্তি অসহায় অসুস্থ্য ব্যক্তিটির বেঁচে থাকার জন্য চিকিৎসা সহযোগীতা করতে চান তাহলে অসুস্থ অলিয়ার রহমান মোল্যার এই বিকাশ নম্বরে ০১৯১৯ ৮৯৮৯৮৬ সাহায্য সহযোগীতা করুন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply