আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্সের পিছনে বেড়িবাঁধের পাশের বসতি মোছাঃ হাসিনা বেগম পূর্বের বিবাহীত স্বামীর ঔরষে জন্মানো মেয়ে নিয়ে স্বামীর সংসার ছেড়ে আসেন।
পরবর্তিতে কোন রকম জীবন যাপন করছিলেন, হটাৎ করে নড়াইল জেলার আদমপুর গ্রামের মোঃ কুদ্দুস মোল্যার ছেলে মোঃ ফসিয়ার মোল্যার সাথে কথা বার্তার মাধ্যমে ৫ লক্ষ টাকা দেনমোহরে শরিয়ত মোতাবেক মেরেজ মওলানার মাধ্যমে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ২১/১২/২০১৬ ইং তারিখ হতে বিবাহীত স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার শুরু করেন। এরই মধ্যে লম্পট স্বামী ১৪ বছর বয়সী মেয়ের সাথে লোভে বস করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।
বিষয়টি গত আনুমানিক ১ মাস পূর্বে বিবাহিত স্ত্রী হাসিনা সন্দেহের জাল বুনতেই মেয়েকে নিয়ে আত্মিয় বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে গেলেন লম্পট স্বামী। অসহায় স্ত্রীর এখন কোথায় ঘর বা কোথায় সংসার, হাসিনা প্রতারনার স্বীকার হয়ে দারে দারে ঘুরছে।
বিষয়টি নিয়ে এলাকায় সমলোচনার ঝড় বইছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply