কালের চাকা নিউজ ডেস্কঃ– গোপালগঞ্জের কাশিয়ানীতে মটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাশিয়ানী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ‘দৈনিক কালের চাকা’কে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার মধুখালি উপজেলার চর লাউজানা গ্রামের রুস্তম মিয়ার ছেলে রফিক মিয়া (২১), মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার রোনগর গ্রামের সায়েম মুন্সীর ছেলে লুলু মুন্সী (৪০), কালুকান্দি গ্রামের সাদেক মোল্যার ছেলে চাঁন মিয়া মোল্যা (২৪) ও কানুটিয়া গ্রামের লালন ফকিরের ছেলে মনিরুল ইসলাম মাজেদ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ‘দৈনিক কালের চাকা’কে বলেন, মটর সাইকেল চোর চক্রের সদস্যরা কাশিয়ানী বাসষ্ট্যান্ড এলাকায় ঘোরাফিরা করছিল। এসময় তাদের চলাফেরার গতিবিধি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। স্থানীয় লোকজন চোরদের চ্যালেঞ্জ করলে তখন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া করে চোর চক্রের ৪ সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply