গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভিসির পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে ভিসি খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময় নানা অনিয়ম-দুর্নীতি ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকলেও বহাল তবিয়তে আছেন ভিসি খন্দকার নাসির উদ্দিন।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের বিজয় দিবস হলের সামনে উপচার্যের পদত্যাগ চেয়ে নানান শ্লোগান দিয়ে সমবেশ করেছিলেন তারা।
এছাড়া এসব বিষয়ে প্রতিবাদ করলে শিক্ষার্থীদের বহিষ্কার করেন তিনি। এ প্রহসন থেকে মুক্তি পেতে ভিসি অপসারণ কিংবা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply