গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি কমিশনার) মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের ৬ জন অতিরিক্ত আইজিপি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাড়ে ৩টায় সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর পাশে ফাতেহা পাঠ ও বিশেষ অংশ নেন ৬ অতিরিক্ত আইজিপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা ৬ অতিরিক্ত আইজিপি হলেন- ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি কমিশনার) মোহাম্মদ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, অতিরিক্ত আইজি মাহবুব হোসেন, চৌধুরী আদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি শেখ মো. মারুফ হাসান, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত আইজি বিশ্বাস আফজাল হোসেন।
এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমান খানসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply