কালের চাকা নিউজ ডেস্কঃ- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের উন্নয়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ঢাকাস্থ সাজাইল ইউনিয়ন ছাত্র-যুব সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ হযরত শাহ্ আলী (রহ:) মাদ্রাসা অডিটরিয়ামে ঢাকায় বসবাসরত কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ছাত্র-যুব ও সর্বস্তরের মানুষের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোল্লা মোহাম্মদ হাসান।
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ঢাকাস্থ সাজাইল ইউনিয়ন ছাত্র-যুব সমিতি গঠনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়। এ লক্ষ্যে সাজাইল ইউনিয়নের কৃতী সন্তান নাজির আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার গাজী মিজানুর রহমান, সাজাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ হোসেন ও ব্যবসায়ী মিল্টন আলম প্রমুখ।
সভায় মাহফুজুর রহমান (জুয়েল) কে সভাপতি ও মো. জাহিদুল ইসলাম (টিটু) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও আশরাফুল ইসলাম (রাজিব) কে সহ-সভাপতি, মাসুম বিল্লাহ কে ১নং সাংগঠনিক ও হাদিছুর রহমান কে প্রচার সম্পাদক করে এক বছরের জন্য ৫ সদস্যের কমটি গঠন করা হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply