গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষকসহ নান্টু শরীফ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ নদর উপজেলার পাথালিয়া এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত নান্টু শরীফ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নুরুদ্দিন শরীফের ছেলে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মোক্তার হোসেন জানান, ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার পাথালিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে একটি বিরল প্রজাতির তক্ষকসহ নান্টু শরীফকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। তক্ষকটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply