আয়োজিত সভা। ছবি: দৈনিক কালের চাকা
স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক কালের চাকা : “ঔষধ ক্রয় / বিক্রয় ইনভয়েস / ক্যাশ মেমোর মাধ্যমে করি, নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ন ঔষধ প্রতিরোধ করি স্লোগান নিয়ে হেমায়েতপুরে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ন ঔষধ প্রতিরোধে ঔষধ প্রশাসনের জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ঔষধ প্রশাসন অধিদফতরের নিয়মিত কর্মকাণ্ড হিসেবে সাভার উপজেলার হেমায়েতপুর বাজারে অরতর চাইনিজ সাভার উপজেলা এই সচেতনতা প্রোগ্রাম হয়।
আয়োজিত সভা। ছবি: দৈনিক কালের চাকা
হেমায়েতপুরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক জনাব মো: ইয়াহইয়া, ঔষধ তত্ত্বাবধায়ক রাজিবুল হাবিব জুয়েল এবং উপস্তিত ছিলেন হেমায়েতপুর ঔষধ ব্যাবসায়ী কল্যান সমিতি ও হেমায়েতপুর এর স্থানীয় ফার্মেসি মালিক গন।
আয়োজিত সভা। ছবি: দৈনিক কালের চাকা
ঔষধ প্রশাসন অধিদ্পতরের সহকারী পরিচালক জনাব জনাব মো: ইয়াহইয়া বলেন, ফার্মেসি ব্যবস্থাপনায় ঔষধ প্রশাসন অধিদফতরের লক্ষ্য তিনটি। সেগুলো হচ্ছে- জনসচেতনতা বাড়ানো, ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রচলিত ঔষধ আইনের প্রয়োগ। তবে শুধু আইনের প্রয়োগ করলেই চলবেনা, জনসচেনতাও বাড়াতে হবে।
।
আয়োজিত সভা। ছবি: দৈনিক কালের চাকা
নকল ও আনরেজিস্টার্ড ঔষধ কিভাবে চেনা যাবে, ফার্মেসি ব্যবস্থাপনা কিভাবে করতে হবে, ফার্মেসিতে কিভাবে সংরক্ষণ করতে হবে এবং ইনভয়েসের মাধ্যমে ঔষধ ক্রয় করা কেনো আবশ্যক- এসব না জেনে অনেক সময় ফার্মেসির মালিক কিংবা ফার্মাসিস্টরা অপরাধ করে থাকেন। তাই এ বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ করে বাংলাদেশের ফার্মেসি ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় এর কোনো বিকল্প নেই।
আয়োজিত সভা। ছবি: দৈনিক কালের চাকা
এ সময় ঔষধ প্রশাসন অধিদফতরের ঔষধ তত্বাবধায়ক মো রাজিবুল হাবিব জুয়েল আরো বলেন মেয়াদোত্তীর্ণ ঔষধের ব্যাপারে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন হতে বলেন। তিনি জনসাধারণকে মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে ঔষধ ক্রয় এবং ঔষধের সঙ্গে নিবন্ধন আছে কিনা
আয়োজিত সভা। ছবি: দৈনিক কালের চাকা
অর্থাৎ ঔষধের মোড়কে ডিএআর (DAR) বা এমএ (MA) নম্বর আছে কিনা তা দেখে ক্রয় করার অনুরোধ করেন একই সাথে যে সব ফার্মেসি মালিকগন দের ঔষধ প্রশাসন অধিদফতরের ফার্মেসি পরিচালনা করার লাইসেন্স নেই তাদের লাইসেন্স আবেদন করার জন্য নির্দেশনা দেয়। এবং প্রশ্নোত্তর পর্ব শেষে উক্ত সভা শেষ হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply