প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবীতে ৬ষ্ঠ দিনের মত বিরতিহীন আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে শিকষার্থীদের।
এসময় শ্লোগানে শ্লোগানে ও মিছিলে পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। এসময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম, দূর্নীতি ও নারী কেলেঙ্কারীর লেখা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে। আন্দোলন চলাকালে সীমান্ত নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পদত্যাগকারী সহকারি প্রক্টর মোঃ হুমায়ুন কবীর জীবনের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরী করেছেন। ভিসিপন্থিরা তাঁকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করছে, তিনি ওই ডায়েরীতে উল্লেখ করেছেন।
শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন মামলা দায়ের হয়িনি। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করছে।
ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অসুস্থ হয়ে পড়া আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিচ্ছে ফার্মেসী বিভাগের ধরিত্রী হেলথ উইনডো নামের বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি গ্রুপ।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিস্কার করে। এর প্রেক্ষিতে ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতি এবং নারী কেলেঙ্কারীর অভিযোগ এনে পদত্যাগের দাবীতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply