ছবি : কালের চাকা ডেক্স
মেহেরপুর জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত জেলা মেহেরপুর।দেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে খেতাবপ্রাপ্ত মুজিবনগর কে ঘিরে আলোচিত জেলাটি জাতীয় পর্যায়ে ক্রমেই অগ্রসরমান হচ্ছে।।
মেহেরপুর জেলার সবচেয়ে আলোচিত উপজেলা গাংনী। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শিক্ষাঙ্গন সবক্ষেত্রেই নাম্বার ওয়ান এই উপজেলা টি। সময়ের সাথে সাথে যখন এগিয়ে যাচ্ছে গাংনী,, ঠিক তখনই মাদকের ভয়াল থাবায় আতঙ্কগ্রস্থ গাংনী উপজেলাধীন ৫ নং মটমুড়া ইউনিয়নের কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।।
সরজমিনে গিয়ে জানা গেছে,,,কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন। শৈশবে তিনি হাঁড়িপাতিল ফেরি করতেন। এ ব্যবসা চলাকালীন ইউনিয়নের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। উপার্জিত অবৈধ অর্থের প্রভাবে এবং রাজনৈতিক ছত্রছায়ায় হয়ে ওঠেন এলাকায় ত্রাস। পরবর্তীতে নদী দখলের মহোৎসবে মেতে ওঠেন। জনশ্রুতি আছে,,,সরকারি কর্মকর্তাদের কমিশন খাইয়ে নামমাত্র রাজস্বে নদী ডেকে বাড়িয়ে চলেছেন নিজের সাম্রাজ্য। এ সাম্রাজ্য টিকিয়ে রাখতে রয়েছে অবৈধ অস্ত্রসজ্জিত পেটোয়া বাহিনী।।
অবৈধ অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছেন কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি। অভিভাবকদের ভোট না নিয়ে সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে সভাপতি হওয়া কামাল হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে গাংনী থানায় ৪টি মামলা রয়েছে। অতি সম্প্রতি তিনি ৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন।
বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন,,তখন একজন প্রাতিষ্ঠানিক শিক্ষার আলোহীন,,মাদক ব্যবসায়ী কিভাবে একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হন??—প্রশ্ন টা এলাকাবাসীর।।
তাহলে,, কি হাড়ির তলায় থাকা রসগোল্লার (অর্থের) কাছে উপেক্ষিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার???
শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে এলাকাবাসীর দাবি,,,অবিলম্বে এই মাদক ব্যবসায়ীকে থেকে সরিয়ে এবং কামাল হোসেনের উত্থানের পিছনে মদতদানকারী কে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply