প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ভিসি’র মিডিয়াতে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণিত বিভাগের ছাত্র মোঃ আল গালিব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরের সকল অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্থথলন, ভর্তি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে সকল সাধারন শিক্ষার্থীদের অনশন এবং অবস্থান কর্মসূচি ৭ম দিন অতিবাহিত হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল মিডিয়াতে দেওয়া ভাইস চ্যান্সেলরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর যেখানে আপনি সাধারন শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার কথা, সেখানে আপনি সাধারন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হুমকি দিচ্ছেন যে, মিডিয়া কাভারেজ বন্ধ করে দিলে না কি আপনি ২ ঘন্টার মধ্যে সাধারন শিক্ষার্থীদের আন্দোলন হটিয়ে দেবেন। এটা আপনার কোন কৌশল? তাহলে কি আবারও আপনি আপনার লালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমন করবেন, যা মিডিয়া কাভারেজ থাকার কারণে পারছেন না।
আপনি বলেছেন, সাধারন শিক্ষার্থীরা নাকি মিডিয়াতে ফোকাস হওয়ার জন্য এবং নেতা হওয়ার জন্য এসব করছে।তাহলে কি আমাদের ভাই বোনেরা আপনার লালিত বাহিনীর হাতে রক্ত ঝড়ালো মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য?
আপনি বলেছেন, সাধারন শিক্ষার্থীরা নাকি আজে বাজে কথা বলি, তাহলে আপনি যে প্রতিনিয়ত আমাদের এবং আমাদের অভিভাবকদের ডেকে জানোয়ার. বেয়াদব লাথি দিয়ে বের করে দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন এটা নাকি আপনার জেনেটিক সমস্যা এটা কতখানি যুক্তিযুক্ত? প্রশ্ন রইল দেশবাসীর কাছে।
আপনি বলেছেন, আন্দোলনকারী ছেলে-মেয়েরা রাস্তায় রাস্তায় এবং ঝোপ ঝাড়ে বসে থাকছি। আমরা সবাই জানি আমাদের পুরো বিশ্ববিদ্যালয় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে এমন একটি মিথ্যাচার মেনে নেয়া যায়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply