স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ মো: মহসিন শেখ (১৮) ও জনি শেখ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের সরদার বাড়ি মোড় থেকে গাঁজাসহ মহসিন ও জনিকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মো: মহসিন শেখ উপজেলার ডহরপাড়া গ্রামের মো: লায়েক শেখের ছেলে ও জনি শেখ একই গ্রামের মজনু শেখের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতরা এলাকায় মাদক সেবন ও বিক্রেয়ের সাথে জড়িত রয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply