প্রতিনিধি গোপালগঞ্জঃ- ছাত্র-ছাত্রীদের নিয়ে অশালীল মন্তব্য করায় ও ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঝাড়ু মিছিল করেছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে জয় বাংলা চত্বর থেকে শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ছাত্র-ছাত্রী নিয়ে ভিসি’র অশালীল মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়। এর আগে একই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ আল গালিব।
শিক্ষার্থীদের আন্দোলন ৭ম দিন অতিবাহিত করছে।
শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৫ সদস্যের ইউজিসি’র তদন্ত টিম ৪টায় বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানাগেছে, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বিষয়ে ইউজিসি অধ্যাপক মোঃ আলমগীর হক-কে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা এসে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানাগেছে।
ইউজিসি’র তদন্ত টিম আসার খবরে ভিসি পদত্যাগের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তদন্ত টিম আসার খবরে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল এবং হলের বাইরে থেকে শিক্ষার্থীদের একের পর এক খন্ড খন্ড মিছিল ক্যাম্পাসে এসে আন্দোলনে যোগ দেয়। প্রশাসনিক ভবনের সামনে শ্লোগানে শ্লোগানে উত্তাল ওয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে বেড়েছে। প্রচন্ড বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
রেজিস্টার প্রফেসর ড. মোঃ নুরউদ্দিন আহমেদ বলেছেন, তদন্ত কমিটির আসার খবর নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত টিমের সদস্যরা আজ ক্যাম্পাসে আসবেন। ইতিমধ্যে তারা গোপালগঞ্জে এসে পৌঁছেছেন। আমরা তদন্ত টিমকে যাবতীয় তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা করবো।
অন্যদিকে, শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির আগামীকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply