প্রতিনিধি গোপালগঞ্জঃ- ইউজিসি’র তদন্ত টিম বশেমুরবিপ্রবি’তে এসে পৌঁছেছে। আজ বুধবার বিকেল ৪ টায় তদন্ত টিমের আহবায়ক ড. মোঃ আলমগীর এর নেতৃত্বে গঠিত ৫ সদস্যের টিমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। টিমের অন্যান্যরা হলেন, ইউজিসি’র সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. দিল অাফরোজ বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামাল হোসেন ও কমিটির সদস্য সচিব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলী আজাদ।
তদন্ত কমিটির আহবায়ক ড. মোঃ আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখার জন্যে এসেছি। আমরা ছাত্র-শিক্ষক সবার সাথে কথা বলবো। বিশ্ববিদ্যালয়টিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে যা যা করণীয় তা করার জন্যই এসেছি।
তিনি আরো বলেন, ছাত্র শিক্ষক বাদেও যদি কেউ কথা বলতে চান, যে বা যারা বিশ্ববিদ্যালয়কে ভালবাসেন বা বিশ্ববিদালয়ে শিক্ষার ভাল পরিবেশ চান, যারা বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবেন, এমন কেউ ইচ্ছা করলে আমাদের সাথে কথা বলতে পারেন। তিনি বলেন, আমরা গোপালগঞ্জ সার্কিট হাউজে রাতে অবস্থান করবো। সেখানে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবস্থান করবো এবং প্রয়োজনীয় ফাইল-পত্র দেখবো। আমরা চাই বিশ্ববিদ্যালয়টিতে আগের মতো শিক্ষার পরিবেশ ফিরে আসুক। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply