প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধুখালী বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া উপ-পরিদর্শক সৈয়দ ইমারত আলী বলেন, বুধবার দুপুরে উপজেলার মধুখালী বিলে ওই নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাপাতাপাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, তার পরণে হলুদ রংয়ের স্যালোয়ার ও সবুজ রংয়ের ব্লাউজ রয়েছে। ওই নারীর দেহে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। সহকারী পুলিশ সুপার সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply