গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কোটালীপাড়া থানা চত্ত্বরে পুলিশ বাহিনীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোদা জীবন সাহা, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব বালা, ইউপি চেয়ারম্যান খোকন বালা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাম বক্তব্য রাখেন।
ওসি শেখ লুৎফর রহমান বলেন, কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৮৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা এ পূজায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি মন্দিরে যাতে সুন্দর ভাবে পূজা অনুষ্ঠিত হয় তার জন্য আমরা সার্বিক ভাবে দায়িত্ব পালন করবো। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply