প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাদের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা।
ভিসির পদত্যাগের দাবিতে আজ ৯ম দিনের মতো উত্তাল রয়েছে বিশ্ববিদ্যালয়।
প্রতিদিনের মতো শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সমানে অবস্থান নিয়ে আন্দোলন করছে।
ভিসি বিরোধী বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সে সময় শিক্ষার্থীদের হাতে ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড দেখা যায়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, বিকেল ৫টায় ভিসিকে লাল কার্ড প্রদর্শন এবং রাত ৮টায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এক দফা আন্দোলন চলবে।
এদিকে ভিসির পদত্যাগের আন্দোলন ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। ইউজিসির ৫ সদস্যের তদন্ত দল তদন্ত শেষ করে বৃহস্পতিবার বিকালে ঢাকায় ফিরেছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে আন্দোলন শুরু করে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply