প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দিনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পদত্যাগের এক দফা দাবীতে চলমান আন্দোলন ৯ম দিনে শিক্ষার্থীরা ভিসি কে লাল কার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহবান জানান।
একই দাবীতে রাত ৮ টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করবে। এর আগে, আজ বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন।
আজ শুক্রবার সকাল থেকে প্রতিদিনের মতো শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করেন। তাঁরা ভিসি বিরোধী বিভিন্ন গ্লোগানে ক্যাম্পাস মুখরিত করে রেখেছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের এক দফা আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে আন্দোলন শুরু করে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply