গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা , দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মো: কামাল হোসেন শেখ, আয়নাল হোসেন শেখ, এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, রুহুল আমিন লিটু, রুহুল আমিন খান, উপজেলা উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply