একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি লেখক গবেষক আবীর আহাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তিয়াত্তরতম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁরই নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সোনারবাংলা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন ।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, নানান চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে এগিয়ে নেয়ার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে গেলেও ঘরে-বাইরের দুর্নীতিবাজ লুটেরা ও মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি বাধা সৃষ্টি করে চলেছে । দেশ পরিচালনায় তাঁকে সৎ সাহসী ত্যাগী ও মেধাবীদের সমন্বয়ে এগিয়ে যেতে হবে । অন্যথায় তাঁর শত চেষ্টা ও আন্তরিকতা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে ।
বঙ্গবন্ধুর অবর্তমানে শেখ হাসিনাই মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিশেবে বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন শৌর্য বীর্য ত্যাগ ও বীরত্বকে সাংবিধানিক মর্যাদায় অভিষিক্তসহ মুক্তিযোদ্ধা নামের ওপর কলঙ্ক লেপনকারী অমুক্তিযোদ্ধাদের ঝেঁটিয়ে বিদায় করবেন—-এ আশাবাদ ব্যক্ত করে আবীর আহাদ বলেন, বীর মুক্তিযোদ্ধারাই বঙ্গবন্ধুর মানস-সন্তান । তাদের যথাযথ মূল্যায়ন করা হলে মুক্তিযুদ্ধের চেতনা মহিমান্বিত হবে, দেশ সত্যিকারার্থে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হবে, বঙ্গবন্ধুর বিদেহী আত্মা পাবে শান্তি ।
আবীর আহাদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে তাঁর সংগ্রাম ও সাধনার সফলতা প্রত্যাশা করেছেন ।
আবীর আহাদ, সভাপতি, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply