আলফাডাঙ্গায় গরু চুরির মামলায় ১ জন কারাগারে,
আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা
উপজেলার ধুলজুরি গ্রামের মৃত বলাই শেখের ছেলে মোক্তার শেখের বাড়ী থেকে গত ১০/০৫/২০১৯ ইং তারিখে রাতের আধারে গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে একটি গরু চুরি হয়ে যায়। ওই দিন সকাল বেলা গোয়াল ঘরে গরু না পেয়ে
অনেক খোজাখুজির পর গত ০২/০৭/১৯ ইং তারিখে অজ্ঞাত নামে মোক্তার শেক বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি গরু চুরির মামলা করেন,মামলা নং ১ ধারা ৪৫৭/৩৮০ পরবর্তীতে গত ০৩/০৭/২০১৯ ইং তারিখে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গরুটি উদ্ধার করেন, বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে গরুটি বাদীর জিম্মায় দেওয়া হয়।মামলার আইও আলফাডাঙ্গা থানার উপ পরিদর্শক এস আই স্বপন কুমার তদন্ত পূর্বক আলামত অনুশারে উপজেলার উত্তর চরনারানদিয়া গ্রামের মৃত আব্দুল হক শেখের ছেলে ফরহাদ শেখ কে দোষি সাভস্থ করে গত ২৯ /০৯/২০১৯ ইং গরু চুরির মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরন করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply