প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন স্থগিত ষোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এমএসসি বিভাগের শিক্ষার্থী আল গালিব।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ দিনের ভিসি বিরোধী আন্দোলনে যারা তাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাছাড়া তাদের আন্দোলনের ফল হিসাবে দুর্নীতিবাজ ও নারী কেলেঙ্কারীর হোতা আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। এসব তুলে ধরতে গনমাধ্যম কর্মিরা যে সত্যকথা তুলে ধরেছেন তাদেরকেসহ ইউজিসির তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সঠিক তথ্য প্রকাশ করায় তাদেরকেও ধন্যবাদ জানান। তবে অনিয়ম ও দুর্নীতিবাজ সদ্য পদত্যাগী ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ও তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রং মেখে, একে অন্যকে জড়িয়ে ধরে আবিরের রংয়ে রাঙ্গিয়ে আনন্দ উল্লাস করছে। এক কথায় আবিরের রংয়ে রঙ্গিন হয়ে গেছে পুরো ক্যাম্পাস।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply