প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে পানিতে পড়ে ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমদাদুল হক মোল্যা নিহত হয়েছেন।
আজ বুধবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে নিজ বাড়ী ফুকরা গ্রামে ফিরছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক মোল্যা।
এ সময় সরু রাস্তা দিয়ে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রামদিয়া হাসপাতালে ও পরে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক মোল্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিহতের লাশ দেখতে হাসপতালে যান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply